Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 নতুন ভোটার হওয়ার জন্য https://services.nidw.gov.bd ঠিকানায় আবেদন  ফরম পুরণ করুন, আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ৩৪, ৩৫ নং ক্রমিকে শনাক্তকারী হিসেবে নিকটতম আত্মীয় যেমন বাব/ মা/ বড় ভাই/বড়বোন/ আপন চাচা/ আপন চাচী/স্থ্রী এদের মধ্যে হতে যেকোন একজনের জাতীয় পরিচয়পত্র বসিয়ে স্বাক্ষর নিন,৪০,৪১,৪২ নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যেমন ইউপি চেয়ারম্যান/ইউপি সদস্য/সদস্যা যেকোন একজনের জাতীয় পরিচয়পত্র বসিয়ে নামাঙ্কিত সীলমোহর ও স্বাক্ষর নিন, সংযুক্তি হিসেবে নাগরিক্ত সনদ, অনলাইন জন্মসনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বাড়ীর বিদ্যুৎ বিলের ফটোকপি, রক্তের গ্রুপের কাগজ সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করুন, ভোটার স্থানান্তর  করতে ইচ্ছুক সেবা গ্রহীতাগণ অনলা্ইন হতে ১৩ নং ফরম ডাউনলোড করে ফরম পুরন করুন আবেদনকারী হিসেবে স্বাক্ষর দিন, সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির সীলমোহরসহ স্বাক্ষর নিন, সংযুক্তি হিসেবে ইউপি চেয়রম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, বিদ্যুৎ বিলের কপি, ইউপি ট্যাক্স পরিশোধের রশিদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করুন,  হারানো/নষ্ট হওয়ার কারণে পুনঃ জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে থানার জিডি কপিসহ অনলাইনে আবেদন করুন